Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির আগে লেবাননে বিমান হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪ ১১:২১

যখন নেতানিয়াহুর সরকার ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছিল, সে সময় ইসরায়েলি বিমান বাহিনী এ হামলা চালায়। ছবি: সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। যুদ্ধবিরতির আগে একদিকে যখন নেতানিয়াহুর সরকার ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছিল, সে সময় ইসরাইলি বিমান বাহিনী এই হামলা চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের (২৬ নভেম্বর) এ হামলায় বৈরুত, বালবেক, বেন্ত জেবেইল, চাকরা, আল বাস্তা ও বারবোর অঞ্চলে হতাহতের এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

একই সময়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রীসভার বিশেষ সেশন আহ্বান করেন এবং সেখানে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হয়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরাইল লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে যাবে। এছাড়া, হিজবুল্লাহ অস্ত্র সজ্জিত হতে বা নতুন অবকাঠামো নির্মাণ করতে পারবে না।

গত কয়েক মাসে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৫০০ এর বেশি নারী ও শিশু রয়েছে।

ইসরাইলি বিমান বাহিনী ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করেছিল, এবং ৩০ সেপ্টেম্বর থেকে তাদের স্থল বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে। এছাড়া, ইসরাইলি বাহিনীর হামলার কারণে লেবাননে ৬০ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতি শুরু

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর