চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে মিছিলের চেষ্টা, গ্রেফতার ৬
২৭ নভেম্বর ২০২৪ ১১:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে আওয়ামী-যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তারা মিছিল করার জন্য সংগঠিত হয়েছিলেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছয়জন হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন উল্লাহ (৪৪), ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা (৪২), সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম (৩৪) এবং আব্দুর রহিম (৩২)।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ সারাবাংলাকে বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তারা মিছিল করার জন্য সরাইপাড়া এলাকায় একত্রিত হয়েছিলেন। তারা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। গোপন সংবাদে খবর পেয়ে তাদের আমরা গ্রেফতার করি।’
নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। মিছিলের নামে তারা সহিংসতা করার পাঁয়তারা করছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
সারাবাংলা/আইসি/ইআ