Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্তার সেঞ্চুরি মিসের আক্ষেপ, রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫১

৯৬ রানে আউট হয়েছেন শারমিন সুপ্তা

‘সুপ্তার সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের’, এই প্রতিবেদনের শিরোনামটা এমনও হতে পারত। কিন্তু হয়নি। প্রথম সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকলেও আর সেটা পূর্ণ করতে পারেননি প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফেরা শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ৯৬ রানে। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ার এই ম্যাচে বাংলাদেশ নারী দল পেয়েছে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫২। 

বিজ্ঞাপন

এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৫০, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৩ সালে ইস্ট লন্ডনে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে সেই ম্যাচেও সুপ্তার মতো সেঞ্চুরি মিস করেন আরেক ব্যাটার মুর্শিদা খাতুন। মুর্শিদা অবশ্য অপরাজিত ছিলেন ৯১ রানে। 

মিরপুরে আজ টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ফারজানা পিংকি-মুর্শিদা খাতুন শুরুটা করেছিলেন দেখেশুনে। সকালের সুইং-মুভমেন্টও বেশ কাজে লাগিয়েছেন আইরিশ পেসাররা। ধীরগতির ব্যাটিংয়ে দলীয় পঞ্চাশ পেরিয়েছে ১৭ ওভারে। এর আগে বেশ কয়েকটা ক্যাচের সুযোগ হাতছাড়া করার পরে আয়ারল্যান্ড প্রথম সাফল্য পায় ১৯ তম ওভারে। লরা ডিলানির বলে কভারে ক্যাচ দিয়ে ফিরে যান মুর্শিদা। 

তিন নম্বরে নেমে সুপ্তা শুরু থেকেই করেন আগ্রাসী ব্যাটিং। উইকেটের চারপাশে অনবদ্য স্ট্রোকপ্লেতে ছড়িই ঘুরিয়েছেন আইরিশ বোলারদের ওপর। একটা সময় তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ফারজানা পিংকির আগেও হয়তো ফিফটি ছুঁয়ে ফেলবেন তিনি। অবশ্য ফারজানার পরেই তিনি ফিফটি ছুঁয়েছেন, ৪১ বলে। 

দুই প্রান্তে ফারজানা আর সুপ্তার দুই মেরুর ব্যাটিং করলেও দলের রানের চাকা ছিল সচল। তৃতীয় উইকেটে দুজন ১০৩ বলে গড়েন ১০৪ রানের জুটি। ১১-তম ফিফটি ছুঁয়ে পিংকি বিদায় নিলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথেও গড়েন ৬১ রানের জুটি। সার্জেন্টের প্রথম শিকার হয়ে জ্যোতি ফেরার পরেও অন্য প্রান্তে অটল ছিলেন সুপ্তা।

তবে ৪৯-তম ওভারের শেষ বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরার আগে খানিকটা ধীরগতিতেই ব্যাট করেছেন তিনি। যদিও ৭৭ রানে স্কয়ার কাট খেলতে গিয়ে পয়েন্টে জীবন পেয়েছেন তিনি। ৮৬ থেকে ৯০-এর ঘরে গিয়েছিলেন লং অন দিয়ে একটা চার মেরে। কিন্তু লম্বা সময় ব্যাটিংয়ের ক্লান্তিও পেয়ে বসে তাকে। টানা দুটো ডাবল নেয়ার পর বেশ সময় নিয়েই খেলেছেন শেষ দুটো বল। ফ্রেয়া সার্জেন্টের ফুল লেংথের ঝুলিয়ে দেয়া বলে খেলা শটেও পড়েছে এর প্রভাব, ধরা পড়েছেন লং অফে আর্লেন কেলির হাতে। ৮৯ বলে ১৪ চারের মারে সুপ্তা ফিরেছেন ক্যারিয়ার সেরা ৯৬ রানে। 

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের হয়ে ফ্রেয়া দুটো, একটি করে উইকেট নেন ডিলানি ও অ্যামি ম্যাগুয়ার।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

সাইফুলের জানাজায় মানুষের ঢল
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৫

আরো

সম্পর্কিত খবর