সাইফুলের জানাজায় মানুষের ঢল
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে খুনের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সাইফুলের মরদেহ আনা হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১১টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
জমিয়াতুল ফালাহ মসজিদে জানাজায় ইমামতি করেন নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘যারা খুনের সঙ্গে জড়িত সে যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে। আমরা সংযত থাকব। আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না। কাজ করবে শুধু মহত্ব। আমরা শোকে ভেঙ্গে পড়ব না। শোকে আমরা স্টিলের মতো শক্ত হতে হবে। বিপ্লব ও গণঅভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করতে যারা উঠেপড়ে লেগেছে, সে যেই হয়ে থাকুক আমরা প্রতিহত করব।’
নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘গত ১৫ দিন ধরেই আমি বলে আসছিলাম এ চিন্ময় কৃষ্ণ দাস উস্কানিমূলক সমাবেশ প্রেসক্লাবের সামনে করেছে, চেরাগির পাহাড়ে করেছে, লালদীঘির ময়দানে করেছে। আমি বলেছি এরা বেড়ে যাচ্ছে তাদের কোনো কর্মসূচি করতে দেবেন না। কিন্তু কেউ পাত্তা দেননি।’
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মিছিলটি নগরীর টাইগারপাসে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি উপস্থিত ছিলেন।
সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা।
এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেটা সংঘর্ষে রুপ নেয়। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) খুন হন। এ ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে যৌথবাহিনী। এদিকে আলিফকে খুনের ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে।
খুনের শিকার সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।
সারাবাংলা/আইসি/ইআ