Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী আলিফ হত্যায় ভিডিও ফুটেজে শনাক্ত ৭: সিএমপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৪:০৯

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আদালত চত্বরের বাইরের সড়কে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িত অন্তত সাতজনকে শনাক্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ ঘটনায় মামলা হলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে নগরীর লালদিঘীর পাড় এলাকায় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) খুন হন। রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৩০ জনকে আটক করেছিল। এদের মধ্যেই সাতজনকে ওই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করেছে সিএমপি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সারাবাংলাকে বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সাতজনকে জড়িত হিসেবে শনাক্ত করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।’

সিএমপির এই অতিরিক্ত উপকমিশনার আরও জানান, যাদের আটক করা হয়েছিল তাদের মধ্যে ২১ জনকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার দেখানো হবে।

আটকদের মধ্যে কাদের হত্যা মামলায় শনাক্ত করা হয়েছে, সে তথ্য এখনো জানায়নি সিএমপি। এডিসি তারেক আজিজ জানান, আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আইনজীবী আলিফ হত্যায় ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন অন্তত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২১ জনকে আটক করেছে সিএমপি।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তারা মিছিল ও সহিংসতা করার জন্য সংগঠিত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ (ককটেল) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

সারাবাংলা/আরডি/টিআর

বিজ্ঞাপন

সাইফুলের জানাজায় মানুষের ঢল
২৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৫

আরো

সম্পর্কিত খবর