Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর ফাঁকির মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:১৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:১৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

আজ এ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল-৬ এর উপ কর-কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়-তারেক রহমান ২০০২ সাল থেকে ২০০৬ সালের অর্থবছরে বিভিন্ন খাত থেকে এক কোটি সাত ৪৭ হাজার টাকা আয় করেন। তবে তিনি আয়কর বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

অব্যাহতি কর ফাঁকির অভিযোগ তারেক রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর