Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম আদালতে ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে ক্লার্ক অ্যাসোসিয়েশন অফিসের নথিপত্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনজীবীদের একাংশ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ সারাবাংলাকে বলেন, ‘এক হাজার ২০০ থেকে ৫০০ জন আইনজীবীর সহকারী এ আদালতে কাজ করেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওখানে কি ঘটেছিল সেটা দেখতে কয়েকজন আইনজীবী সেখানে গিয়েছেল। যারা আগুন দিয়েছে তাদের অভিযোগ, তারা বিক্ষোভকারীদের সহযোগিতা করেছে।’

‘আইনজীবী সাইফুলের জানাজার আগে একদফায় আমাদের অফিসে হামলা চালানো হয়। তখন অফিসে থাকা আমাদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকদের বের করে দেওয়া হয়। জানাজা শেষে আবার এসে নথিপত্র ও চেয়ার টেবিলে আগুন দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ওখানে ৬০ বছর আগের নথিপত্র ছিল। সব ইতিহাস ছিল। এছাড়া গুরুত্বপূর্ণ হাজার হাজার কাগজও সেখানে ছিল। আগুনে আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই সব পুড়ে গেছে। আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাথে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘দুপুরে আমরা সাইফুলের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি এসেছি। কিছুক্ষণ আগে আমি বিষয়টি শুনলাম। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমি জানি না। আমি এখন চট্টগ্রাম ফিরছি। গিয়ে বিস্তারিত জেনে বলতে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর