Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৫ লাখ লিটার তেল কিনবে টিসিবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫১

ঢাকা : সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে পাঁচটি ক্রয় প্রস্তাবের বিপরীতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল, ২০ হাজার টন চিনি ও ২০ হাজার টন মসুর ডাল কিনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। স্থানীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব পণ্য কেনা হচ্ছে।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ৫টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে। প্রতি লিটার তেল ১৬৬ টাকা দরে এতে মোট ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা।

সূত্র জানায়, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে দুটি প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন করে মোট ২০ হাজার মেট্রিক টন চিনি কেনা হবে। এর মধ্যে ১১৬ টাকা ৮৫ পয়সা কেজি দরে কেনা প্রস্তাবে ব্যয় হবে ১১৬ কোটি ৮৫ লাখ টাকা এবং ১১৫ টাকা ৮৫ পয়সা দরে কেনা প্রস্তাবে ব্যয় হবে ১১৫ কোটি ৮৫ লাখ টাকা।

সূত্র জানায়, নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে দুটি প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন করে মোট ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এর মধ্যে প্রতি কেজি ৯৭ টাকা ৯৭ পয়সা দরে কেনা প্রস্তাবে ব্যয় হবে ৯৭ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রতি কেজি ৯৭ টাকা ২২ পয়সা দরে কেনা প্রস্তাবে ব্যয় হবে ৯৭ কোটি ২২ লাখ টাকা।

সারাবাংলা/আরএস

চিনি ডাল ক্রয় টিসিবি তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর