Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিলনের আত্মত্যাগ শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৮:৩০

শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ঢামেক চত্বরে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন

ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, ৫২ ভাষা আন্দোলন, মিলনের আত্মত্যাগ আমাদের এটা শিখিয়েছে যে, স্বৈরাচার নিপাত যাবেই। যারা গণতন্ত্রের পক্ষে থাকে, গণতন্ত্রের কথা বলে তাদেরকেই তো আমরা শ্রদ্ধা করব।

বুধবার ( নভেম্বর ২৭) শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় শহিদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আজ ডা. মিলন চলে গেছেন। কিন্তু দেশবাসী উনাকে স্মরণ করছে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে আজকের এই দিবসটিকে আমরা মনে রাখি। মা তার সন্তানকে হারিয়েছে, আমি চাই বাংলাদেশের আর কোন মা যেন তার সন্তানকে না হারায়।’

তিনি বলেন, ‘স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। কেউ দু’চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই কষ্টটা আর কোনো মায়ের পাওয়া উচিত নয়। যার যার জায়গা থেকে আমরা এইটাই চাই, দেশটা ভালো থাকুক।’

এ সময় প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

আত্মত্যাগ টপ নিউজ ডা. মিলন স্বৈরাচার নিপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর