সুপ্তার সেঞ্চুরি মিসের আক্ষেপ সতীর্থদেরও
২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪২
ব্যাটিংয়ে নিজেদের ইতিহাস সর্বোচ্চ সংগ্রহ, রানের হিসেবে রেকর্ড ব্যবধানের জয়ে সিরিজ শুরু। আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ডময় এক দিন পার করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই প্রাপ্তির ম্যাচে আলো কেড়েছেন ১৬ মাস পর ওয়ানডে দলে ফেরা শারমিন আক্তার সুপ্তা। হতে পারতেন বাংলাদেশের নারী ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান। কিন্তু নিজের প্রথম সেঞ্চুরির দুয়ার থেকে চার রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন। প্রত্যাবর্তনে সুপ্তার সেঞ্চুরি মিসের আক্ষেপ আছে তার সতীর্থদের মধ্যেও।
গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বলেছিলেন,সুপ্তার ব্যাটিংয়ে পরিবর্তন দেখতে পাচ্ছেন তারা। আজ তিন নম্বরে নেমে ৮৯ বলে ৯৬ রানের ইনিংসে সুপ্তাও বদলে যাওয়ার বার্তাই যেন দিলেন। ওয়ানডে দল থেকে বাদ পড়ার নেপথ্যেও সুপ্তার ধীর গতির ব্যাটিংই ছিল মূল কারণ।
ম্যাচে তিন উইকেট নেয়া সুলতানা খাতুন আজ এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই এই স্পিনার বললেন সুপ্তার সেঞ্চুরি মিস নিয়ে, ‘উনি যে ব্যাটিংটা করেছে, অবশ্যই ভালো ব্যাটিং করেছে। দ্বিতীয়বার দেখলাম উনি এত আক্রমণাত্মক ব্যাটিং করতে। সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে। আরও বেশি ভালো হতো যদি কি না সেঞ্চুরিটা মারতে পারত।’
একই উইকেটে সুপ্তা দ্রুতগতিতে রান তুললেও ফারজানা পিংকি, মুর্শিদা খাতুনরা তুলনামূলক লো স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। সেই প্রসঙ্গেই প্রশ্ন গেল সুলতানার কাছে, বাকিরা কি দুর্বল?
উত্তরে বাংলাদেশের এই নারী অফস্পিনার বলেন, ‘না, আসলে ওয়ানডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে। উনি (সুপ্তা) যখন নামছে, পরিস্থিতি ছিল একরকম; আর যখন একটা ওপেনার ব্যাটিং করে, নতুন বলে পরিস্থিতি ছিল একরকম। উনি যেটা সহজে খেলতে পেরেছে, হয়তো ওপেনাররা শাফলিং করে খেলতে পারেনি। উনি যে স্টার্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ।’
সারাবাংলা/জেটি
বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শারমিন আক্তার সুপ্তা