Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সংখ্যালঘুদের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২২:২৯

ফাইল ছবি: নাহিদ ইসলাম

ঢাকা: বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবির প্রতি অন্তর্বর্তী সরকার শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একইসঙ্গে সংখ্যালঘুদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা উল্লেখ করেন। ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ লিখেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা তাদের যৌক্তিক দাবিদাওয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ইস্যুতে ভারতের অনধিকার চর্চা সামগ্রিক পরিস্থিতির ওপর যে নেতিবাচক প্রভাব ফেলছে সে ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টের সঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম একটি ফটোকার্ডও শেয়ার করেছেন। তাতে তিনি বলেছেন, ‘আমরা মনে করি, এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরও উসকে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা। আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোগ্রাগান্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর