Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত ডেঙ্গুরোধ ও সড়ক-ড্রেন মেরামতের দাবি বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২২:৪৮

খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি।

খুলনা: অবিলম্বে খুলনা মহানগরবাসীর সকল প্রকার নাগরিক সেবা দোরগড়ায় পৌঁছে দিতে এবং সবধরনের জনদূর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান।

স্মারকলিপিতে বিএনপি নেতারা উল্লেখ করেন, খুলনা নগরীতে প্রাণঘাতী ডেঙ্গুর প্রদুর্ভাব মহামারী আকারে ছড়িয়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। তবুও মশক নিধনে কেসিসি’র কার্যকর পদক্ষেপ না দেখে হতাশ নগরবাসী। এছাড়া জরাজীর্ণ সড়ক ও অলি-গলি এবং ভাঙাচোরা ড্রেনের কাজ মন্থর গতিতে চলায় উন্নয়ন বিড়ম্বনা নগরবাসীর ‘গলার কাটা’ হয়ে দাড়িয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বলা যায়, বর্ষা মৌসুমের শুরুতে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় এবং শীত মৌসুম পর্যন্ত জীবনঘাতি এই মহামারির দাপট চলে। অথচ মশক নিধনে খুলনা সিটি করপোরেশনের কর্মতৎপরতা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। মশার লার্ভা নিধনে তাদের কোনো উদ্যোগ যেমন নেই, পাশাপাশি ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দেয়, কেসিসির ছিটানো এই স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতিরও পরিচায়ক।

তারা আরও উল্লেখ করেন, খুলনা মহানগর এলাকায় চুরি ডাকাতি রাহাজানির ঘটনা যেমন বেড়েছে, পাশাপাশি দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে নগরীর সবগুলো ট্রাফিক পয়েন্টে দীর্ঘ সময় যানজট লেগে থাকছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সিটি করপোরেশনের রাস্তা ও ড্রেন সংস্কার বা পুনঃনির্মাণ এবং ২২টি সড়ক আধুনিকায়ণ। শুরু করার পর কাজ ফেলে রাখায় জনদূর্ভোগ চরমে পৌঁছে দিচ্ছে কেসিসি’র এইসব প্রকল্প।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়, খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ হওয়া সত্বেও কর্মকর্তাদের অদক্ষতা ও অভিজ্ঞতাহীনতার কারণে এখানে কোনো টুর্ণামেন্ট যেমন হয়না, তেমনি নতুন খেলোয়াড় তৈরির বিষয়ে নেই কোনো উদ্যোগ। নতুন খেলোয়াড় সৃষ্টিতে সরকারের বরাদ্দ বিপুল অংকের অর্থের নয়ছয় হচ্ছে বলে অভিযোগ আছে। জনপ্রতিনিধিত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময়েই জনদাবির কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখে।

স্মরকলিপি গ্রহণকালে কেসিসি সচিব বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ডেঙ্গু মশা নিধন, সড়ক ও ড্রেন সংস্কারের কাজ শেষ করা হবে।’

সারাবাংলা/এইচআই

খুলনা মহানগরবাসী মহানগর বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর