Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ১৪:৫৭

ঢাকা : কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক। বেসরকারি সংস্থা (এনজিও) ‘নারী উন্নয়ন ফোরাম’-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মধ্যে এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিশেষ সিএসআর তহবিলের আওতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে- উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ তহবিলের মাধ্যমে প্রদত্ত এই সহায়তা প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। কৃষির তিনটি গুরুত্বপূর্ণ উপখাতে তথা- ‘কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি’, ‘কৃষি যন্ত্রপাতি ক্রয়’ ও ‘কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ’-এর জন্য কৃষকদের এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন প্রান্তিক কৃষকদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে আর্থিক সহায়তাপ্রাপ্ত কৃষকরা এবং ‘নারী উন্নয়ন ফোরাম’-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া সাউথইস্ট ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ও আবিদুর
রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএস

সাউথইস্ট ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর