সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে দুর্বল ৬ ব্যাংককে
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৪০
ঢাকা: দুর্বল ছয়টি ব্যাংককে নতুন করে টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা মার্কেট থেকে তুলে নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। তিনি অবশ্য গভর্নর হিসেবে দায়িত্বে পালনের শুরুর দিকে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংককে সহায়তা দেওয়ার বিপক্ষে ছিলেন।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছিলেন, নতুন করে টাকা ছাপিয়ে কোনো দুর্বল বা সমস্যাযুক্ত ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে না। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে বহুগুণ।
তিন মাসের মধ্যেই সেই নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে শাখাগুলোয় যে অস্থিরতা ছিল, সেটি থেকে তারা বেরিয়ে এসেছে। শাখাগুলোয় রোববার থেকে সবাই (গ্রাহক) নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন।
নতুন টাকা ছাপানো প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর বলেন, আমরা আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতে টাকা সরবরাহ করেছি। আমাদের টাইট পলিসি থাকবে। এখানে টাকার ফ্লো বাজারে বাড়বে না, আবার মূল্যস্ফীতিও বাড়বে না। কারণ আমরা এক হাতে টাকা দিচ্ছি, বন্ড ইস্যু করার মাধ্যমে সেসব টাকা অন্য হাতে তুলেও নিচ্ছি। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।
আর্থিক নীতিমালা আগের মতোই থাকবে জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, মনিটরিং পলিসি আগের মতোই টাইট থাকবে। বাজারকে অস্থিতিশীল করব না। রোববার থেকে ব্যাংকের শাখায় যাবেন, দেখবেন, সব শাখায় টাকা নিতে পারছেন গ্রাহকরা। তবে সব গ্রাহক একবারে নিলে টাকা থাকবে না। আবার এটাও বলব, কেউ যেন একসঙ্গে ১০০ কোটি টাকা তুলতে না যান!
আমানতকারীদের উদ্দেশে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমানতকারীদের টাকা নিরাপদে আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যে ব্যাংকেই টাকা রেখে থাকুন, নিরাপদে থাকবে, সমস্যা হবে না। আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন।
তিনি আরও বলেন, আমানতকারীর টাকা নিয়ে সমস্যা নেই, এ নিয়ে মাথা ব্যথা আমাদের। আমানতকারীর টাকা সুরক্ষিত থাকবে। তবে একবারে একসঙ্গে সবাই টাকা তুলতে গেলে কোনো ব্যাংকই টিকবে না।
সারাবাংলা/জিএস/টিআর
আহসান এইচ মনসুর গভর্নর টাকা ছাপানো তারল্য সংকট দুর্বল ব্যাংক নতুন টাকা ছাপানো বাংলাদেশ ব্যাংক