আইনজীবী সাইফুলের বাড়িতে যাচ্ছেন ২ উপদেষ্টা
২৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে নিহত সাইফুলের বাড়িতে যাবেন দুই উপদেষ্টা।
আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শুক্রবার সকাল ১০টায় লোগাড়ায় গিয়ে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করবেন। এর পর তিনি সাইফুলের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাত করবেন।
একইসময়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লোহাগাড়ায় সাইফুলের বাড়িতে পৌঁছবেন। তিনি সাইফুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ২৬ নভেম্বর কারাগারে পাঠানো নিয়ে তার অনুসারীদের সঙ্গে আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম আদালত ভবনের মূল প্রবেশপথের সামনে রঙ্গম সিনেমা হলের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়।
সারাবাংলা/আরডি/পিটিএম