মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দত্তপাড়ার চরবাচামারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দত্তপাড়া চরবাচামারা গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে শাপলা (৭) ও ছেলে রহিম (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে শাপলা ও রহিম নিখোঁজ হয়। এক পর্যায় পরিবারের লোকজন দুই ভাইবোনকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।