Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারও বিরুদ্ধে যেন অভিযোগ না শুনি: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ২০:১২

ওসিদের সঙ্গে মতবিনিময়কালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি

ঢাকা: থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র। কোনো ওসির বিরুদ্ধে যেন অভিযোগ না শুনি। থানা থেকে জনগণকে যথাযথ সেবা দিয়ে কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ডিএমপির সব থানার অফিসার ইনচার্জেদের প্রতি নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, ‘থানায় আগত সেবা প্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায় সেজন্য থানার ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনেক সময় কোনো একটা বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন কেউ আইজিপির কাছে যায় তখন ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শেষ পর্যন্ত ওসির কাছেই অভিযোগটি যায়। আপনারাই আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন। সব পুলিশি কর্মকাণ্ডই হয়ে থাকে থানাকে কেন্দ্র করে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

পুলিশের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে কমিশনার বলেন, ‘অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারও বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোনো অভিযোগ এলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘মানুষের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন।’ এছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনাররাসহ ডিএমপির সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর