Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি নিয়োগ সংক্রান্ত কাউন্সিল গঠনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ২১:৫১

বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা: উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কাউন্সিলটি গঠন করা হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে আইন মন্ত্রণালয় বরাবর এ প্রস্তাবনা পাঠানো হয়।

এর আগে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ১৫ জন বিচারপতি মতামত দেন। তারপর এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রস্তাব পাঠানোর পর সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগসংক্রান্ত আইন, বিধিবিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদ গবেষণা চালিয়ে একটি প্রস্তাব বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ওই প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের জন্য রাষ্ট্রপতির অনুরোধ পাওয়ার পর কাউন্সিল এ যোগ্যদের নাম সুপারিশ করবে।

বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকায় উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন বা এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে।

এই কাউন্সিল সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগে রাষ্ট্রপতির অনুরোধের ভিত্তিতে সুপারিশ পাঠানোর জন্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করবে— এমন প্রস্তাবও করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ নেওয়ার জন্য কাউন্সিল সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহ্বান করতে পারবে বা যেকোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কাউন্সিলের চাহিদা অনুযায়ী তথ্য উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/টিআর

জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বিচারক নিয়োগ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর