Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়ি, লোহাগাড়া থানায় মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ২০:৫২

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের এই গাড়িটিকে ধাক্কা দেয় ট্রাক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িকে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাক চালক ও সহকারীকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) গভীর রাতে হাসনাত-সারজিসের গাড়ির চালক বাদী হয়ে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফুর রহমান সারাবাংলাকে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

মামলার দুই আসামি হলেন- ট্রাক চালক মুজিবুর রহমান (৪০) ও সহকারী রিফাত মিয়া (১৮)। রিফাত মুজিবুরের ছেলে।

বুধবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মোড়ে হাসনতা-সারজিসকে বহনকারী একটি প্রাইভেটকারকে ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ট্রাক চালক মুজিবুর ও তার ছেলে রিফাতকে আটক করে।

হত্যাকাণ্ডের শিকার সাইফুল ইসলাম আলিফের দাফন ও কবর জিয়ারত শেষে চট্টগ্রাম নগরীতে ফিরছিলেন হাসনাত ও সারজিস। তবে দুর্ঘটনার শিকার ওই গাড়িতে তারা ছিলেন না। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

দুর্ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লাইভে এসে তাদের হত্যাচেষ্টার অভিযোগ করেছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

বিজ্ঞাপন

রেলের নতুন ডিজি আফজাল হোসেন
২৮ নভেম্বর ২০২৪ ২২:০৪

আরো

সম্পর্কিত খবর