হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন
২৮ নভেম্বর ২০২৪ ২২:২১
ঢাকা: কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়িয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, হতে যেতে ইচ্ছুক মুসল্লিরা ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় পাবেন। আগের ঘোষণা অনুযায়ী শনিবার (৩০ নভেম্বর) ছিল হজ নিবন্ধনের শেষ দিন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, এখন পর্যন্ত হজে যেতে ইচ্ছুক ৪১ হাজার ৫৩৬ জন নিবন্ধন করেছেন। সে হিসাবে এখনো কোটার বড় অংশ খালি রয়ে গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজ যাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে।
এ সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় হজের প্রাথমিক নিবন্ধন। পূর্ব নির্ধারিত সময় শেষ হচ্ছে আগামী শনিবার (৩০ নভেম্বর)।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৫৩৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩৬৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৩৭ হাজার ১৬৭ জন।
আগামি বছর বাংলাদেশের জন্য হজের কোটা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় ও বাকি এক লাখ ১৭ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে হজে যেতে পারবেন।
এ হিসাবে এখন পর্যন্ত কোটার এক-তৃতীয়াংশও পূরণ হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোটা পূরণ না হওয়ায় এবারও নতুন করে নিবন্ধনের সময় বাড়ানো হলো।
সারাবাংলা/জেআর/টিআর