Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ বছরের কম বয়সীদের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-টিকটক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ০৮:২৮

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। প্রতীকী ছবি। ফ্রিপিক ডটকম

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে সংসদে বিল পাস করেছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়েছে। এর ফলে এই নিষেধাজ্ঞা আইনে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

বিবিসির খবরে বলা হয়েছে, আইন পাস হলে কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে, তা এই বিলে উল্লেখ করা হয়নি। তবে বাস্তবায়ন হলে এটি হবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রন্ত বিশ্বের সবচেয়ে কঠোর আইন।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়া সংসদের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে’ বিলটি ১০২-১৩ ভোটে অনুমোদন পেয়েছিল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিলটি পাস হয়েছে সংসদের উচ্চকক্ষ সিনেটে। বিলটির পক্ষে ভোট পড়েছিল ৩৪টি, বিপক্ষে ১৯টি।

সিনেটে বিলটি অনুমোদন পেলেও কিছু সংশোধনী রয়েছে। ফলে বিলটি আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ফেরত যাবে। সেখান থেকে সংশোধনীগুলো আসার পর বিলটি আইনে পরিণত হবে। নিম্নকক্ষে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং আগের ধাপে বড় ব্যবধানে পাস হওয়ার পর এটি দ্বিতীয় ধাপেও সহজেই পাসের পর আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম কোনগুলো এই বিলের অধীনে নিষেধাজ্ঞার আওতায় আসবে, এ সিদ্ধান্তগুলো পরে অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী নেবেন। তিনি ই-সেফটি কমিশনারের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নেবেন। পরে একটি ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এই বিধানগুলো প্রয়োগ করবে।

বিবিসি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে অন্তত এক বছর সময় লাগবে। নতুন আইনে নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হবে, যার পরিমাণ পাঁচ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অস্ট্রেলিয়া ফেসবুক ফেসবুকে নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগমাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর