জব্দ করে আনা হলো পিকআপ ভর্তি মদ, বস্তা খুলে মিলল খালি বোতল!
১২ জুন ২০১৮ ১৯:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর নিমতলী থেকে ১০ হাজার বোতল মদ এবং লেভেল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুধু মদ না, ৫০ পিস ইয়াবাও জব্দ করা হয় অভিযানে। আনুষ্ঠানিকভাবে অভিযানের সফলতা দেশবাসীকে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাংবাদিকদের সামনে বস্তা খুলে দেখা যায় কোনো বোতলে মদ নেই। সবগুলো খালি বোতল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রমনা সার্কেলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য ছিল নিমতলীতে কয়েকটি অবৈধ মদের কারখানা গড়ে উঠেছে। দেশি মদ বিক্রির পাশাপাশি তারা বিদেশি বোতলে দেশি মদ ভরে লেভেল লাগিয়ে বিক্রি করত।
“সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১০ হাজার বোতল জব্দ করে আনি। তবে সব বোতল যে খালি- তা ধারণার বাইরে ছিল।”
অভিযানের আগেই কারখানার মালিক পালিয়ে যান। তবে দুই কর্মচারীকে আটক করা হয়েছে, বলেন কামরুল ইসলাম।
সারাবাংলা/ইউজে/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook