ফ্রান্সের এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে যে, দেশটির ৫৩% নাগরিক প্রধানমন্ত্রী মিচেল বার্নিয়ার সরকারের পতন চান। এই অসন্তোষের পেছনে মূল কারণ হিসেবে প্রস্তাবিত বাজেটের বিরোধিতা উল্লেখ করা হয়েছে।
সমীক্ষায় দেখা গেছে, ৬৭% মানুষ বার্নিয়ার বাজেট প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। বাজেট ঘাটতি কমাতে কর বৃদ্ধি এবং সরকারি ব্যয়ে কাটছাঁটের প্রস্তাব জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে ৩৩ শতাংশ মানুষ এই পদক্ষেপের পক্ষে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উগ্রডানপন্থি ও বামপন্থি গোষ্ঠীগুলো যদি বার্নিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, তবে বড়দিনের আগেই তার সরকারের পতন ঘটতে পারে।
ইফঅপ-ফিড্যুসিয়ালের সমীক্ষাটি স্যুদ রেডিওর জন্য ২৬ এবং ২৭ নভেম্বর এক হাজার ছয়জন নাগরিকের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়।
অন্যদিকে, বিএফএম টিভির আরেক সমীক্ষায় দেখা গেছে, বার্নিয়ার সরকার পতনের পর প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রোর পদত্যাগ করা উচিত বলে মনে করেন ৬৩ শতাংশ নাগরিক।