চট্টগ্রামে ‘চোরাই’ মোবাইল বিক্রেতা গ্রেফতার
১২ জুন ২০১৮ ২০:০০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মো. নাসির (৩০) নামে এক চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তার কাছ থেকে ১৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পুরাতন রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে চুরি করা মোবাইল কিনে বিক্রি করেন নাসির। তার কাছ থেকে উদ্ধার হওয়া ১৩টি মোবাইল সেট চুরির পর নাসিরকে বিক্রির জন্য দেওয়া হয়েছিল।
সারাবাংলা/আরডি/টিএম