Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বাস উলটে আহত ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১২:২৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৩:৫৮

রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়ি রাবার বাগান এলাকায় যাত্রীবাহী বাস উলটে যাওয়ার ঘটনাস্থল

রাঙ্গামাটি:রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে রাঙ্গামাটি শহরগামী একটি যাত্রীবাহী পাহাড়িকা বাস উলটে গেছে। এ ঘটনায় ২২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিস পরিবহনের গাড়িটি রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়ি রাবার বাগান এলাকায় উলটে যায়। এতে অন্তত ২২ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ১০ জন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী একটি পাহাড়িকা বাস সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে মানিকছড়ি রাবারবাগান এলাকায় উলটে যায়। এতে বাসের ২২ যাত্রী আহত হন। ১০ জন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন, একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর