Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতপ্রকাশের স্বাধীনতা-সংখ্যালঘু নিরাপত্তা আগের চেয়ে বেড়েছে: জরিপ

সারাবাংলা ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪ ১৩:৫৫

ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের তথ্য বলছে, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতাও আওয়ামী লীগ আমলের তুলনায় বেড়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। প্রতীকী ছবি

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মনে করছেন ৬০ দশমিক ৪ শতাংশ। এই সময়ে এসে সংবাদ মাধ্যমগুলোও আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে অভিমত ৬১ দশমিক ২ শতাংশ মানুষের।

এদিকে সরকার হিসেবে আওয়ামী লীগের তুলনায় অন্তর্বর্তী সরকার হিন্দুসহ সব ধরনের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে বলে মনে করছেন ৬৪ দশমিক ১ শতাংশ মানুষ। ১৫ দশমিক ৩ শতাংশ মনে করছেন, সংখ্যালঘুদের জন্য নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। একই জরিপে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অভিমত দিয়েছেন ৫৭ শতাংশ মানুষ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন- ১ বছরের মধ্যে নির্বাচন চায় ৬১% মানুষ: জরিপ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দুই মাস পর ভয়েস অব আমেরিকা বাংলা এই জরিপ করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা— এসব বিষয়ে ১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জরিপটি চালানো হয়। দেশের আট বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে ভয়েস অব আমেরিকা বাংলার পক্ষে জরিপটি চালায় ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড।

জরিপের প্রতিবেদন বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতো একই ধরনের স্বাধীনতা ভোগ করছেন বলে মত দিয়েছেন ২৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে আওয়ামী লীগ আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে— এমন বলেছেন জরিপে অংশ নেওয়া ১৪ দশমিক ২ শতাংশ মানুষ। এ ব্যাপারে কথা বলতে চাননি শূন্য দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

বিজ্ঞাপন

জরিপে অংশ নেওয়া ৬১ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংবাদমাধ্যমগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। দুই সরকারের সময়ে সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতায় পার্থক্য দেখেন না ১৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। আর অন্তর্বর্তী সরকারের সময়ে এসে সংবাদ মাধ্যমগুলো আরও কম স্বাধীন হয়ে পড়েছে— এমন অভিমত ১৩ দশমিক ৩ শতাংশের। ৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে জানেন না বলেছেন।

সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। ১৫ দশমিক ৩ শতাংশ মনে করেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। আর ১৭ দশমিক ৯ শতাংশ মনে করেন, পরিস্থিতি আগের মতোই আছে।

এদিকে একই প্রশ্নে সংখ্যালঘু ও মুসলিম উত্তরদাতাদের উত্তরে বড় পার্থক্য উঠে এসেছে। এ ক্ষেত্রে মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৬৬ দশমিক ১ শতাংশ মনে করছেন যে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে এ ধারণার সঙ্গে একমত পোষণ করেছেন ৩৯ দশমিক ৫ শতাংশ। ধর্মীয় সংখ্যালঘুদের উল্লেখযোগ্য একটি অংশ অন্তর্বর্তী সরকারের সময়ে নিরাপত্তাব্যবস্থাকে বেশি ভালো মনে করছেন— এমনটিই বিশেষজ্ঞরা বলেছেন ভয়েস অব আমেরিকাকে।

সারাবাংলা/টিআর

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা জনমত জরিপ ভয়েস অব আমেরিকা মতপ্রকাশের স্বাধীনতা সংখ্যালঘু নিরাপত্তা সংবাদমাধ্যমের স্বাধীনতা

বিজ্ঞাপন

মশার কয়েল থেকে বাসে আগুন, নিহত ১
২৯ নভেম্বর ২০২৪ ১২:৪৩

রাঙ্গামাটিতে বাস উলটে আহত ২২
২৯ নভেম্বর ২০২৪ ১২:২৯

আরো

সম্পর্কিত খবর