ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন
২৯ নভেম্বর ২০২৪ ১৭:০৯
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৫ নভেম্বরের আগে নির্বাচনি প্রচারণায় কয়েক দফা হামলা এবং তার প্রশাসনের নিয়োগ প্রাপ্তদের ওপর বোমা হামলার হুমকির পর পুতিন ট্রাম্পকে নিয়ে বেশ চিন্তিত বলে জানিয়েছে তার এক নিরাপত্তা উপদেষ্টা।
শুক্রবার (২৯ নভেম্বর) স্কাই ও ফক্স নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন নব নির্বাচিত ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন। পরে ফ্লোরিডায় ট্রাম্পের গলফ কোর্স থেকে হত্যা প্রচেষ্টার অভিযোগে অপর এক বন্দুকধারীকে গ্রেফতার করা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্পের বিরদ্ধে নির্বাচনি লড়াইয়ে সম্পূর্ণ বর্বরোচিত ও অসভ্য আচরণ করা হয়েছিল। আমার মতে তিনি এখনো নিরাপদ নন। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে।’
পুতিন আরও বলেন, ‘আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান। আশা করি তিনি সাবধানে থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন।’
সারাবাংলা/এইচআই