Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকোস অব রেভ্যুলেশন
গাইবেন রাহাত ফতেহ আলী, অর্থ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৭:২৩

সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান

ঢাকা: আগামী ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট থেকে পাওয়া অর্থ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ দেওয়া হবে। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবেন। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘স্পিরিটস অব জুলাই’র সদস্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই-আগস্ট গণ আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্লাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এ পরিপ্রেক্ষিতে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ দান করা হবে।

গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্মের সঙ্গে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। তিনি বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তার সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’র একটি চুক্তি সই হয়েছে বলে জানা গেছে।

‘ইকোস অব রেভ্যুলেশন’র আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলন

‘ইকোস অব রেভ্যুলেশন’র আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বলা হয়, চুক্তি অনুযায়ী আমাদের কনসার্টে রাহাত ফতেহ আলী বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিক হতাহতদের পরিবারকে দেওয়া হবে। এছাড়াও কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র‌্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে জানানো হয়। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্ণার থাকবে বলে জানা গেছে।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকেট বিক্রি শুরু হতে পারে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, চ্যারিটি কনসার্টটির টিকিটের শুভেচ্ছা মূল্য মোট তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

অর্থসংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ও পরামর্শ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এরই মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন কনসার্টের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহফুজুল হক সুপণ, অধ্যাপক ড. আনসারুল আলম, মোহাম্মদ মাহবুব কায়সার, কনসার্টের টাইটেল স্পনসর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মানবসম্পদ বিভাগের প্রধান জিয়াউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন- কনসার্টের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এস এম এহসান উল্লাহ ধ্রুব, সংগীত বিভাগের ওয়াজীহ তওসীফ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের নূর-এ-আলম, আইন বিভাগের আরাফাত চৌধুরী, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স শিক্ষার্থী হাসিব-উল-হাসান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদমান নাজিব এবং আইইউবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান রহমান প্রমুখ।

সারাবাংলা/এআইএন/পিটিএম

অর্থ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ইকোস অব রেভ্যুলেশন গাইবেন রাহাত ফতেহ আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর