ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশ হেফাজতে স্কুলছাত্র
২৯ নভেম্বর ২০২৪ ২০:৩৬
রাজশাহী: জেলার বাগমারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক স্কুলছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ। ১৫ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরকে তার বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই কিশোরের বাড়ি বাগমারার তাহেরপুর পৌরসভার ভাবনপুর তিলিপাড়া মহল্লায়। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মন্তব্য করে। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করা হয়। এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে স্থানীয় লোকজন রাতে তার বাড়ি ঘেরাও করে রাখে।
এমন উত্তেজনার খবর পেয়ে তাহেপুর পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে যায় এবং ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন।
ওসি জানান, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে আদালতে পাঠানো হবে। তারপর আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সারাবাংলা/পিটিএম