Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ২১:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১২:০২

সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন

ঢাকা: রাজধানীর পুর্ব রামপুরা অগ্নিশিখা গলিতে সন্ত্রাসীদের গুলিতে আল আমিন (৩৬) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুর্ব রামপুরা অগ্নিশিখা গলিরর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আল আমিনের বন্ধু নাইমুল হাসান হিমেল বলেন, ‘আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাসা রামপুরা টিভি ভবনের পেছনে। সন্ধ্যার দিকে আল আমিনসহ আমরা কয়েকজন অগ্নিশিখা গলির আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।’

বিজ্ঞাপন

হিমেল অভিযোগ করে বলেন, ‘চার/পাঁচ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার বাহিনী। পরে আমরা রামপুরা থানায় মামলা দিই। এর পর আজ তারা আমাদের উপর গুলি করে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নাক-কান-গলা বিভাগে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর