Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে বগুড়ায় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ২১:৩৬

বগুড়া: আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে বগুড়ায় সংহতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিপিবি বগুড়া জেলা কমিটি এ সমাবেশের আয়োজন করে।

মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও কমরেড সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় মুক্ত মঞ্চে বক্তব্য দেন-সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, কমরেড হাসান আলী শেখ, শাহনিয়াজ কবির খান পাপ্পু, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, বাংলাদেশ যুব ইউনিয়ন নেতা সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা বায়োজিদ রহমান।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল এ পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে পয়তাল্লিশ হাজার নারী-পুরুষ-শিশু হত্যা করেছে। আন্তর্জাতিক রীতিনীতি, আইনকানুন ও সকল মানবাধিকার উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ বেসামরিক লোকালয়ে বিমান হামলা ও বোমা মেরে প্রতিদিন হত্যাযজ্ঞ ও তান্ডব চালাচ্ছে। এসব পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানান তারা।

সারাবাংলা/এসআর

বগুড়া সমাবেশ সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর