শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৪ ২১:৫৫
পঞ্চগড়: নভেম্বরের শেষ ভাগে এসে শীত জাঁকিয়ে বসতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। এর মধ্যে শীতের প্রথম ধাক্কাটি যাচ্ছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়েছ। গত কয়েক দিন ধরে কমতে কমতে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, গত চার দিন ধরেই সকালে পঞ্চগড়েরর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এ মৌসুমে এখন পর্যন্ত এটি কেবল জেলা নয়, সারা দেশেরই সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) এই তাপমাত্রা আরও কমতে পারে। কারণ আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
স্থানীয়রা বলছেন, মূলত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলে কমতে শুরু করে তাপমাত্রা। রাত পেরিয়ে সকালে সূর্য পুরোপুরে ওঠার আগ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা ঘিরে থাকে। তবে দিনের বেলা কোনো সমস্যা হচ্ছে না। আবহাওয়া অধিদফতরও বলছে, শুক্রবার পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনেও তাপমাত্রা ছিল এর কাছাকাছিই।
তাপমাত্রা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলায় শীতের সঙ্গে যুক্ত অনুষঙ্গগুলোও দেখা দিতে শুরু করেছে। বেড়েছে শীতের পোশাকের দোকানে ক্রেতাদের আনাগোনা। লেপের কারিগরদের ব্যস্ততাও বেড়েছে।
এদিকে শীতের প্রভাবে শীতজনিত বিভিন্ন অসুস্থতার প্রকোপও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যা বাড়ছে। রোগের মধ্যে বেড়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব।
শীতের হাত থেকে অবশ্য শিগগিরই রেহাই পাচ্ছেন না পঞ্চগড়বাসী। কারণ আসছে ডিসেম্বরেই হানা দিতে পারে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে থাকবে। ডিসেম্বরে একাধিক মুদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
সারাবাংলা/টিআর