Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রতিরোধ্য রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪ ১০:১৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৪:০৫

জোড়া গোলের পর রোনালদো

জাতীয় দল কিংবা ক্লাব, তার পা থেকে আসছে একের পর এক গোল। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও জেতালেন দলকে। সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোলেই দামাককে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আল নাসর।

নিজেদের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। ৭৯ মিনিটে লিড দ্বিগুণ করেন সিআর সেভেনই। তার দুই গোলেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন তারা। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আল ইতিহাদ আছে শীর্ষে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেইমারের ক্লাব আল হিলাল।

বিজ্ঞাপন

সৌদির আল নাসরের হয়ে এখনো কোনো শিরোপার স্বাদ পাননি রোনালদো। জোড়া গোলে তাই দলের শিরোপার আশা বাঁচিয়ে রাখলেন তিনি। এই মৌসুমে প্রো লিগে এটি রোনালদোর ৯ম গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

দামাকের বিপক্ষে জোড়া গোলে রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ৯১৫।

সারাবাংলা/এফএম

আল-নাসর ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর