লেস্টার সিটির কোচ হলেন নিস্টলরয়
৩০ নভেম্বর ২০২৪ ১১:০৪
এরিক টেন হাগকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাকেই নিয়োগ নিয়োগ দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউনাইটেডে রুড ভ্যান নিস্টলরয়ের যাত্রাটা ছিল মাত্র কয়েক দিনের জন্য। রুবেন আমোরিম আসায় কোচের পদে এক মাসও থাকতে পারেননি তিনি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেই পূর্ণ মেয়াদে কোচ হিসেবে থেকে গেলেন নিস্টলরয়। লেস্টার সিটি নিজেদের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে নিস্টলরয়ের নাম।
ইউনাইটেডের হয়ে মাত্র চার ম্যাচে দায়িত্ব পালন করেছেন নিস্টলরয়। এর মাঝে জয় পেয়েছেন একটিতে, ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। আমোরিম দায়িত্ব নেওয়ার খুব বেশিদিন ডাগআউটে থাকতে পারেননি তিনি। তবে ইউনাইটেডে না থাকলেও আরেক ইংলিশ ক্লাবে ঠাই হয়েছে এই কিংবদন্তির।
এবারের মৌসুমটা একেবারেই ভালো কাটছে না লেস্টারের। ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে থেকে অবনমের শঙ্কা জেগেছে তাদের। আর এতেই এই সপ্তাহে নিজেদের কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করেছিল লেস্টার। তার উত্তরসূরি হিসেবে নিস্টলরয়কেই বেছে নিয়েছেন তারা। ২০২৭ সাল পর্যন্ত নিস্টলরয়ের সাথে চুক্তি করেছে ক্লাবটি। ৩ ডিসেম্বর ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগের ম্যাচ দিয়েই শুরু হবে নিস্টলরয়ের লেস্টার মিশন।
লেস্টারের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত নিস্টলরয়, ‘আমি গর্বিত, উচ্ছ্বসিত। লেস্টারকে নিয়ে যার সাথেই কথা বলেই তারাই উচ্ছ্বসিত। এই ক্লাবের দারুণ কিছু গল্প আছে। ক্লাবের ইতিহাসও সমৃদ্ধ। আমি এখানে ভালো কিছু করে দেখাতেই এসেছি। আশা করি এই ক্লাবের সমর্থকদের জন্য দারুণ কিছু মুহূর্ত উপহার দিতে পারব।’
সারাবাংলা/এফএম