Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় ফিনজাল, ছুটছে তামিলনাড়ু উপকূলের দিকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১১:১৮

ঘূর্ণিঝড় ফিনজাল: ছবি: উইন্ডি ডটকম থেকে

ঢাকা: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘ফিনজাল’ নামের ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে। আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেলের দিকে এটি উপকূলে আছড়ে পড়তে পারে।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গতিপথ বাংলাদেশ অভিমুখে না হলেও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবনস্দর থেকে ১৫১৫ কিলোমিটার দক্ষিশপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ফিনজাল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাতাসের এই গতিবেগ বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

এদিকে ভারতের আবহাওয়া অফিসের তথ্য বলছে, গভীর নিম্নচাপটি শুক্রবারই ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিম ও পুদুচেরি থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে ছিল এর অবস্থান। বিকেল নাগাদ এটি তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে কারইকাল ও মহাবলীপুরমের মধ্যে দিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে ফিনজাল। স্থলভাগে আঘাত করার সময় এর গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। ইস্ট কোস্ট রোড ও ওল্ড মহাবলীপুরমে শনিবার বিকেলে যান চলাচল বন্ধ থাকবে। তামিলনাড়ুতে খোলা হয়েছে দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র।

সারাবাংলা/টিআর

আবহাওয়া অধিদফতর গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় তামিলনাড়ু ফিনজাল

বিজ্ঞাপন

গণফোরামের সপ্তম কাউন্সিল শুরু
৩০ নভেম্বর ২০২৪ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর