Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ভারত সফর নিয়ে মাথা ব্যথা নেই: কাদের


১২ জুন ২০১৮ ২১:৩৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির ভারত সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি ভারত সফরে গেল, দেন-দরবার করলো। আর আমরা গেলাম, তখন তারা অভিযোগ করলো! তবে এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে তারা কার সঙ্গে আলাপ করলো, কী আলাপ করলো— তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

মঙ্গলবার (১২ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭-এর হোয়াইট হল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ আমরা খুব কনফিডেন্ট, আমাদের দেশের জনগণ আমাদের পক্ষে আছে। কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাবে না। আমার দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। আমাদের বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে।’

আসছে জাতীয় নির্বাচনই আওয়ামী লীগের মূল লক্ষ্য নয় জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্মের জন্য মাদকবিরোধী, ভেজালবিরোধী কর্মসূচি। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পেইন করে সহযোগিতা করবে।’ এ সময় নেতাকর্মীদের সবাইকে নিয়ে দলীয় কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

আগামী নির্বাচনে দলের মনোনয়নের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন দেবে মনোনয়ন বোর্ড, যার চেয়ারম্যান দলের সভাপতি  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে সারাদেশের খবর আছে। কে কোথায় মনোনয়ন পাওয়ার যোগ্য, এটা নিয়ে নিজেরা ঝগড়া করবেন না। অনেকেই আছেন, বিএনপির প্রার্থীর চেয়ে নিজ দলের প্রতিদ্বন্দ্বীকেই বেশি প্রতিপক্ষ মনে করেন। এটি ভালো নয়, জোর করে প্রার্থী হতে পারবেন না। সুস্থ প্রতিযোগিতা করুন, অসুস্থ নয়।’ আগামী একমাসের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কেন্দ্রভিত্তিক কমিটি ও  পোলিং এজেন্ট করতে হবে বলে জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হকসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/এমআইএস/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর