Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এবার সংস্কার না হলে আর কখনো হবে না’

স্পেশাল করসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৫:৫৬

মুজাহিদুল ইসলাম সেলিম।

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, একাত্তরের বিজয় ধরে রাখতে পারব। ২৪-এর বিজয় ধরে রাখতে পারব কিনা তা নিয়ে শঙ্কায় আছি। দেশ সংস্কারের জন্য বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তা নিয়েও অনেক কথা উঠেছে। আমি মনে করি এবার যদি সংস্কার না হয় তাহলে জীবনে আর কখনো রাষ্ট্র সংস্কার হবে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের জাতীয় সম্মেলনে অতিথি বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন।

বিজ্ঞাপন

মুজাহিদ ইসলাম সেলিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সঙ্গে সাক্ষাতে জিজ্ঞাসা করেছিলাম আপনি বিপ্লবী সরকার? জবাবে আপনি বলেছেন না। পরবর্তীতে প্রশ্ন করেছি আপনি কি নির্বাচিত সরকার? আপনি বলেছেন না। পরবর্তীতে প্রশ্ন করেছি আপনি তত্ত্বাবধায়ক সরকার? জবাবে বলেছেন হ্যাঁ। তখন তাকে বলেছি আপনি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন।

তিনি বলেন, ‘সংবিধান আজ ক্ষতবিক্ষত করা হয়েছে। কোন কোন বিষয় সংশোধন করা উচিত তা নিয়ে একটি কনভেনশন হতে পারে। এছাড়া সংবিধান সংস্কার করা বা পুনঃলিখনের ক্ষমতা আপনাদের নেই।’

মুজাহিদুল ইসলাম সেলিম সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘মুক্তিযুদ্ধকে কবর দিতে যাবেন না। শেখ হাসিনার বয়ান কবর দেন। আর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস কবর দিতে গেলে দেশের জনগণ শক্তভাবে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘ভারত সরকার আজ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। লুটেরা, ধনীক শ্রেণীর শাসন থেকে দেশকে মুক্ত করতে আসুন, আমরা সবাই মিলে যুক্তি গ্রহণ করি আগামী সরকার হবে যুক্তফ্রন্টের সরকার। সেজন্য বাম প্রগতিশীল দলগুলো ঐক্যবদ্ধ হই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

বিজ্ঞাপন

ফুটপাতে নবজাতকের মরদেহ উদ্ধার
৩০ নভেম্বর ২০২৪ ১৭:০৩

আরো

সম্পর্কিত খবর