Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৭:১৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৯:১০

প্রতীকী ছবি।

রাজশাহী: জেলায় ট্রেনে কাটা পড়ে আরজিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজিনা বেগম রাজশাহীর কাটাখালী এলাকার মৃত আবদুস সাত্তারের স্ত্রী। এই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘সকালে হরিয়ান রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন একনারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এটি আত্মহত্যা না কি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে তার পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর