রংপুর: বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘গণসংলাপ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন জোনায়েদ সাকি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের এই সংলাপ।
জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের মাটিতে সকল ফ্যাসিস্টদের বিচার করতে হবে। গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ হত্যা, গুম, দখলদারিত্ব, রাহাজানি করেছে তাদের বিচারের আওতায় আনা অন্তর্বর্তীকালীন সরকারের এখন দায়িত্ব।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, ‘গত ১৫ বছরে মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে পারেনি; তাই এখন বলছে যেহেতু অন্তবর্তীকালীন সরকারকেই তাদের অধিকারগুলো পূরণ করতে হবে। তাদের যত অধিকার আছে, যেসব দাবিদাওয়া করছে তাদের অতি দ্রুতই দাবিগুলো পূরণ করে সমস্যা সমাধান করা উচিত বর্তমান সরকারের।’
তিনি বলেন, ‘বিশেষ করে তরুণদের দাবি দাওয়া সবার আগে পূরণ করতে হবে কারণ এই তরুণরাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’
আগামীতে কোন তরুণকেই ঘুষ দিয়ে চাকরি করতে হবে না এমন মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, ‘বিগত সময়গুলোতে তরুণদের কাছে জোরপূর্বক ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে। ঐ দিন ফুরিয়ে এসেছে। তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা থেকেই মানুষের মৌলিক অধিকার আদায়ে লড়াই করছে। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাষ্ট্র কাঠামো। তাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে গণসংহতি আন্দোলনে কাজ করে যাচ্ছে।’