সরকারের আশায় না থেকে সবার একত্রে কাজ করতে হবে : বাণিজ্য উপদেষ্টা
৩০ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:২৫
ঢাকা : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিদ্যমান অবস্থার দ্রুত উন্নতি হবে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন। শুধু সরকারের আশায় না থেকে আমাদের সবার একত্রে কাজ করতে হবে। আমরাও প্রতিটি পরিস্থিতি থেকে শিখছি। কারণ সরকার চলমান নৈরাজ্য চায় না।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক এক বাণিজ্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সরকারি ব্যয় বাড়াতে হবে। তাই আমাদের কর আহরণ বাড়ানোর ওপর জোর দিতে হবে, এর মাধ্যমে জনগনের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে। যথাযথ কর কাঠামো নিতে হবে। কারণ সরকারের খরচ করার জন্য টাকা দরকার।
তিনি বলেন, আমাদের শ্রমিকের সংখ্যা অনেক বেশি। গুটিকয়েক যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তারা এটিকে একটি সফট টার্গেট হিসেবে নিয়েছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সরকার এই বিষয়ে অনেক বেশি সেনসিটিভ। আমি আপনাদের আশ্বস্ত করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। এজন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, অনেক জায়গায় শিল্পমালিকরা সমস্যাগুলো থেকে পৃথক হয়ে যাচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করবো, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যুক্ত হন। আপনারা যখন সরে আসেন, তখন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে অনেক ব্যবসায়ী সংগঠন এবং একই পণ্যের একাধিক বাণিজ্য সংগঠন রয়েছে। এগুলোকে রেশনালাইজ করতে হবে। আমাদের এতগুলো মন্ত্রণালয়েরও দরকার নেই। এগুলোকে কমিয়ে আনা অথবা একত্রিত করা যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোকেও কমিয়ে আনতে হবে অথবা মার্জ করতে হবে।
এলডিসি গ্রাজুয়েশন সম্পর্কে তিনি বলেন, আমাদের অবশ্যই এলডিসি গ্রাজুয়েশন করতে হবে। সেটা ২০২৬ না হয়ে ২০৩০ হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কারণ এলডিসি পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে আমরা বেশকিছু অগ্রাধিকার সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হব। কিন্তু আমাদের গ্রাজুয়েট হতেই হবে। আমরা কি তৈরি? হয়তো না। কিন্তু আমরা কি হতে পারি? আমি মনে করি হ্যাঁ। যদি আমরা যথাযথ নীতি তৈরি করতে পারি তাহলে সম্ভব। এলডিসি উত্তরণ পরবর্তী সময় ছাড়াও আন্তর্জাতিক বাজারে আমাদের বাণিজ্য সম্প্রসারণে নিজেদের সক্ষমতা বাড়ানোর কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, আজ হোক কাল হোক আমাদের বাণিজ্য উদার করতে হবে। আমরা যদি সাব-সেক্টরগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং পরিণামদর্শীভাবে নীতি নেওয়া শুরু করি তাহলে এটা সম্ভব। বিশ্ব বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখতে চায়। আমাদের নিজেদের যোগ্যতা তৈরি করতে হবে। কারও পরিচয়ে নয়, নিজেদের জোরে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেন, ব্যাংকিং খাতকে চ্যানেলাইজড করতে হবে। যারা ব্যাংক লুট করেছে তাদের ভর্তুকি আমরা দেবো কেন? গত ১৫ বছরে যারা অডিট করেছে তাদের কারও সাজা হয়নি। বাংলাদেশ ব্যাংকের একজনকেও এখনো জবাবদিহির আওতায় আনা হয়নি।
ব্যবসার উন্নয়নে পলিসি ঠিক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন এমন পলিসি হচ্ছে যার ফলে শিল্প উন্নতি করতে পারছে না। দেশের গ্যাসের দাম ৮-১০ টাকা, যা আমদানি করলে হয় ১৬ টাকা, কিন্তু সরকার রাখছে ৩০ টাকা। এভাবে চলতে থাকলে ছোট ছোট ব্যবসায়ীরা মাঠে মারা যাবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আইনশৃঙ্খলা ঠিক করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নতুন এক সমস্যার নাম মামলা বাণিজ্য। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এখন আমাদের পলিসি সাপোর্ট প্রয়োজন। তাহলেই ব্যবসা এগিয়ে যাবে।
সারাবাংলা/আরএস