Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রডের কারখানায় স্ক্র্যাপের স্তূপে বোমাসদৃশ বস্তু

স্পেশাল করসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৯:১৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৯:১৯

বোমাসদৃশ বস্তু উদ্ধার।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসে (বিএসআরএম) কারখানায় রিসাইক্লিং ইউনিট থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া দরগাহ এলাকায় কারখানার ভেতরে স্ক্র্যাপের ডিপোতে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়।

সীতাকুণ্ড থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কারখানার শ্রমিকরা ডিপোর ভেতরে স্ক্র্যাপ বাছাইয়ের সময় বোমাসদৃশ ওই বস্তু দেখতে পান। কারখানা কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর পুলিশকে খবর দেন। রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা কারখানায় গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

এ ঘটনায় বিএসআরএম কারখানার জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) মো. আসহাদুল আলম সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম বোমাসদৃশ বস্তু স্টিল রি-রোলিং মিলস