Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি মহাজোটে নেই, কখনও থাকবেও না: এরশাদ


১২ জুন ২০১৮ ২১:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে অনড় অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টি  মহাজোটে নেই। আর কখনও মহাজোটে থাকবেও না। আগমীতে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে নির্বাচনে প্রার্থী দেবে। আমরা আমাদের অবস্থানে অনড়।’

মঙ্গলবার (১২ জুন) রাজধানীর কদমতলীর বালুর মাঠে শ্যামপুর-কদতমলী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘রমজান মাস সংযমের মাস হলেও জাঁকজমক ইফতার করছি। অথচ রোহিঙ্গারা কিভাবে ইফতার করছে, কিভাবে দিন কাটাচ্ছে— তার খোঁজ আমরা রাখছি না। ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করছে, মারছে— কোনো প্রতিবাদ নেই। এর মূল কারণ মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের মধ্যেকার অনৈক্য দূর করতে হবে।’

সাবেক এই রাষ্ট্রপতি সারাবছর ইসলামের চর্চার আহ্বান জানিয়ে বলেন, ‘রমজান এলেই দেশে দ্রব্যমূল্য বাড়ার হিড়িক পড়ে, এমন নজির পৃথিবীর কোথাও নেই। এ থেকেই বোঝা যায়, আমরা ইসলামের চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। জাতীয় পার্টির আমলে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়েনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল স্থাপন করা হয়েছিল। রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলামের চর্চা থাকলে এসব হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকত না। তাই শুধু রমজান মাসেই নয়, আসুন সারাবছর ইসলাম ও আল্লাহর ইবাদত করি।’

জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই নেতাকর্মীদের কাজ করতে হবে বলে মন্তব্য করেন এরশাদ।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনায় সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সালমা হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর