Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিসিএলের দরপত্রে দুর্নীতির আশঙ্কা


১২ জুন ২০১৮ ২২:১৩ | আপডেট: ১৩ জুন ২০১৮ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নেটওয়ার্ক উন্নয়ন করার জন্য আহ্বান করা একটি দরপত্রে দুর্নীতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১২ জুন) ওই দরপত্রে অংশ নিতে আগ্রহী কোম্পানীসমূহের পক্ষ থেকে সাংবাদিকদের দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ২৪ নভেম্বরে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাউটার ক্রয়ের জন্য ওই দরপত্রের (দর পত্র নং- ১৪.৩৩.০০০০.৭৫৩.০৭.০০৬.১৭/১৪৪) আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, নিজেদের পছন্দের কোম্পানীকে দরপত্র পাইয়ের দিতে বিশেষভাবে ওই দরপত্র তৈরি করা হয়। এতে এমন কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন উল্লেখ করা হয় যাতে করে একটি নির্দিষ্ট যন্ত্রাংশ উৎপাদনকারী কোম্পানী সুবিধা পাবে। এর সঙ্গে যুক্ত রয়েছেন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা, যারা এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন। এতে করে কোটি টাকা দুর্নীতির আশঙ্কার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়,  দরপত্রের সঙ্গে সংশ্লিষ্টরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দরপত্রে অংশ নিতে আগ্রহী কোম্পানীগুলো পুনরায় দরপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/এমআইএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর