Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেটে গেছে নিম্মচাপের প্রভাব, রেখে গেলো শীতের অনুভব

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১১:৩০

ঢাকা: সকালের হালকা কুয়াশা আর উত্তরের হিম হিম বাতাস জানান দিচ্ছে ইট-পাথরের নগরীতেও শীত এসে গেছে। সূর্য মামার আজ আসতে দেরি হওয়ায় চায়ের দোকানে ভিড় লেগে গেছে। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে উঠেছে নানা গল্প।

মূলত বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজালের কারণে শনিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার পর থেকেই যেন প্রকৃতিতে শীত শীত ভাব। আবহাওয়া অধিদপ্তরও বলছে, এখন থেকে তাপমাত্রা আরো কমতে থাকবে।

বিজ্ঞাপন

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। পৌষ ও মাঘ এই দুই মাস শীত কাল বলা হলেও প্রকৃতিতে এখন মধ্য অগ্রাহায়ন। গ্রামাঞ্চলে এ সময় থেকেই শীতের অনুভব পাওয়া যায়। দেশের কোথাও কোথাও বেশ আগে থেকেই বেশ জাকিয়ে বসেছে শীত। যদিও ইট পাথরের এই নগরীতে শীতের দেখা একটু পরেই মেলে। আবহাওয়াবিদদের মতে নগরীদে গাছ পালা কমে গেছে, অন্যদিনে বহুতল ভবনের কারনে শহরের আবহাওয়া উত্তপ্ত বেশি থাকে। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, সাধারনত নভেম্বরের শেষ দিক থেকে শীতের আগমন দেখা যায়। মধ্য ডিসেম্বর থেকে শীত বেশি অনুভব হতে থাকে। তবে গ্রামাঞ্চলের পরিবেশ ভিন্ন সেজন্য সেখানে শীতের অনুভব নভেম্বর থেকেই পাওয়া যায়। এখানে গাছপালা বেশি। তিনি আরো বলেন, এখন থেকে ক্রমান্বয়ে তামপাত্রা কমতে থাকবে। সকালে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যাবে।

এদিকে রোববার (১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে
শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

আর সোমবারের (২ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এদিকে গত কয়েকদিন আগে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর শনিবার সন্ধ্যায় ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত করে। ঘূর্ণিঝড়টি মধ্যরাতের পর উপকূল অতিক্রম শেষ করেছে৷ রোববার ভোরে এটি ফের গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আরও দুপুর নাগাদ এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে রূপ নিয়ে বৃষ্টি ঝরিয়ে নিঃশেষ হয়ে যাবে।

সারাবাংলা/জেআর/এনজে

ঢাকা নিম্নচাপ শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর