বাড়িতে আগুন দুর্বৃত্তদের, পুড়ে ছাই ১০ লাখ টাকার মালামাল
১ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩
দিনাজপুর: দিনাজপুরের হিলিতে পূর্ব শত্রুতার জেরে বসত-বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি ঘরসহ পুড়ে গেছে সব মালামাল যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পৌর শহরের হিলি হীরামতি সিনেমা হলের পিছনে ফয়েজ আলম কালুর বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আবুল কাশেম।
বাড়ির মালিক ফয়েজ আলম কালুর বলেন,’পূর্ব শত্রুতার জেরে রাতের বেলা আমার তিনটি ঘরে এক সাথে আগুন লাগিয়ে দিয়েছে। আমার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাঁই। আমার থাকার মতো জায়গা নেই। প্রশাসনের কাছে আমার দাবি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বলেন, শনিবার (৩০ নভেম্বর) রাতে হাকিমপুর পৌর শহরের হীরামতি সিনেমা হলের পিছনে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত্র জানা যায়নি তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে আগুন লেগেছে।
সারাবাংলা/এনজে