Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের মাস উপলক্ষে সিপিবি’র পতাকা মিছিল আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১২:৩০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশব্যাপী পতাকা মিছিল করবে।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টন থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে যাবে এই মিছিল।

সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৯৭১ সালে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তারা বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও তার বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।’

বিজ্ঞাপন

সিপিবি নেতারা আরও বলেন, ‘যদি সব জাতি-ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায় তাহলে মুক্তিযুদ্ধ চেতনা বিফলে যাবে।’

বিবৃতিতে নেতারা বিজয়ের মাসে বাংলাদেশের সকল মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ-মৌলবাদ-সাম্রাজ্যবাদসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সকল অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো