Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায়ের রিভিউ শুনানি ১৯ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১২:৫২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

বিএনপি ও জামায়াতের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে দেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে তিনটি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সারাবাংলা/কেআইএফ/এনজে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান ত্রয়োদশ সংশোধনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর