Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬

দিনাজপুর: ‘অধিকার নিশ্চিত হলে,এইচআইভি/এইডস যাবে চলে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (১ই ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এবং হিলিতে কর্মরত বিভিন্ন এনজিওদের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা বলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার হুমায়ুন কবির,ডাক্তার সুলতান মাহমুদ,ডাক্তার তন্ময় কুমার,আসক্ত পূর্নবাসন সংস্থা আপসের আউটলেট ম্যানেজার রবিউল আউয়াল,ঢাকা আহসনিয়া মিশনের ম্যানেজার শাহাবুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

দিনাজপুর বিশ্ব এইডস দিবস হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর