সাংবাদিকদের ওপর হামলা, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি
১ ডিসেম্বর ২০২৪ ১৬:০১
যশোর: ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি এ এইচ এম জিয়াউল হক ও ক্যামেরাপারসন মো. শরীফ খান ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাব সামনে যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল, ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় ১১ দিন পার হয়ে গেলেও পুলিশ কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারিনি। সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য এলাকাবাসীর অভিযোগ এএসপি ফখরুল ও ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল গত ৭ বছরে তাদের পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপারসন শরীফ। এসময় এএসপি ফখরুলের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে আহত করে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
সারাবাংলা/এসআর
মানববন্ধন যশোর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি সাংবাদিকদের ওপর হামলা