২১ আগস্ট গ্রেনেড হামলা
টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিল
১ ডিসেম্বর ২০২৪ ১৮:১১
টাঙ্গাইল: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদমিনার থেকে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় বক্তারা বলেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে স্বৈরাচার হাসিনা সরকার জেলে আটক রেখেছিলেন আব্দুস সালাম পিন্টুকে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার পেয়ে টাঙ্গাইলবাসী আনন্দিত।
এর আগে কেন্দ্রীয় নেতারা মামলা থেকে খালাস পারওয়ার খবরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান কর্মী-সমর্থক এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করেন।
এ দিকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর খালাসের খবর জানার পর নিজ এলাকা ভূঞাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।
সারাবাংলা/এসআর